KOTHAO AMR HARIYE JAOAR NEI MANA- WRITTEN BY KABIGURU RABINDRANATH TAGORE
ANOTHER CLASSIC EXAMPLE OF MELODY WITH PERFECT LYRICS
BENGALI LYRICS-
ANOTHER CLASSIC EXAMPLE OF MELODY WITH PERFECT LYRICS
BENGALI LYRICS-
তেপান্তরের পাথার
পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে
সেই চুপ-কথার–
তেপান্তরের পাথার
পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে
সেই চুপ-কথার–
পারুলবনের চম্পারে মোর
হয় জানা মনে মনে ।।
পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে
সেই চুপ-কথার–
তেপান্তরের পাথার
পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে
সেই চুপ-কথার–
পারুলবনের চম্পারে মোর
হয় জানা মনে মনে ।।
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি–
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি ।।
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি–
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি ।।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার…
আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার…
Comments
Post a Comment