Amar Din Kate Na
আমার দিন কাটে না আমার রাত কাটে না
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না
যে আলো ছড়ালো এই দুটি চোখে
সে কেন এলো না তারই আলোকে।।
যে আলো ছড়ালো এই দুটি চোখে
সে কেন এলো না তারই আলোকে।।
তাকে না আর দেখে মন ওঠে না
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না
কি পরি কি পরি এ প্রেম কোথায় যে রাখি
আসবে কখন সেই দুরন্ত পাখি।
সে এসে দাঁড়াবে সেই কথা বলে
যে কথা তখনই তাঁরই বলা চলে।।
সে এসে দাঁড়াবে সেই কথা বলে
যে কথা তখনই তাঁরই বলা চলে।।
সে না এলে মনে ফুল ফোটে না
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না।।
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না।
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না
যে আলো ছড়ালো এই দুটি চোখে
সে কেন এলো না তারই আলোকে।।
যে আলো ছড়ালো এই দুটি চোখে
সে কেন এলো না তারই আলোকে।।
তাকে না আর দেখে মন ওঠে না
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না
কি পরি কি পরি এ প্রেম কোথায় যে রাখি
আসবে কখন সেই দুরন্ত পাখি।
সে এসে দাঁড়াবে সেই কথা বলে
যে কথা তখনই তাঁরই বলা চলে।।
সে এসে দাঁড়াবে সেই কথা বলে
যে কথা তখনই তাঁরই বলা চলে।।
সে না এলে মনে ফুল ফোটে না
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না।।
স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না
আমার দিন কাটে না আমার রাত কাটে না।
Comments
Post a Comment